1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৯১ পাঠক

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদযাপন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে নরসিংদী সিভিল সার্জন অফিস। সোমবার (৩১ মে) দুপুর ১২টার দিকে সিভিল সার্জন সেমিনার রুমে এই কর্মশালা করা হয়।

আগামী ৫ জুন থেকে ১৯ জুন ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম চলবে।

৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ৩৭ হাজার ৮শত ০১ জন নীল রং এর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়স এর ৩ লক্ষ ২৫ হাজার ৯শত ৮৫ জন শিশুদের লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১৮ শত ১৮টি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

ওরিয়েন্টেশন কর্মশালায় তথ্য উপস্থাপন করেন, নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. আবু কাওসার সুমন।

নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, সহ-সভাপতি এ.কে.এম ফজলুল হক, কোষাধ্যক্ষ মো. সেলিম মিয়া, সাবেক সভাপতি নিবারণ রায়, সরকার, বাদল সাহাসহ নরসিংদীর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD