1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নজরপুরে স্ত্রীকে বিজয়ী করতে একাই প্রচারণা করেছেন স্বামী

জাহিদ হাসান সরকার | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৭১ পাঠক

নরসিংদীতে নজরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্ত্রীকে বিজয়ী করতে একাই ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে যাচ্ছেন হযরত আলী।

স্থানীয়রা জানান, আগামী ২৮ নভেম্বর ওই ইউনিয়নে নির্বাচন ঘিরে উৎসবের আমেজে মেতেছেন বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। কিন্তু চম্পকনগর গ্রামের হযরত আলী নিজে রিকশা চালিয়ে ভোটারদের ধারে গিয়ে স্ত্রীকে বিজয়ী করতে ভোট চাইছেন। তার স্ত্রী আসমা বেগম নজরপুর ইউনিয়নের ১, ২, ৩নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য। ওই ইউনিয়ন পরিষদে ৩য় দফায় আসমা বেগম আবারও মহিলা সদস্য পদে বক মার্কা নিয়ে লড়ছেন।

ওই ইউনিয়নের তরুণ ভোটাররা জানান, এ নির্বাচনে আসমা বেগমের তেমন প্রচার-প্রচারণা চোখে না পড়লেও তার স্বামী হযরত আলীর নির্বাচনী প্রচারণা ভিন্ন কৌশল চোখে পড়ার মতো। অনেকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, এতে তিনি উৎসাহিত হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ওই ইউনিয়নের ষাটোর্ধ্ব বয়সের ভোটার আমিরুদ্দিন জানান, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী আসমার বক মার্কার পক্ষে এমন জনবল নেই। তাদের নেই তেমন অর্থ। নেই মিটিং, মিছিল। তাতে কি? হযরত নিজেই মাইক বাজিয়ে ছুটে চলছেন সারা দিন। বিজয়ের আনন্দ নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে স্ত্রীর জন্য ভোট চাচ্ছেন। মানুষ দেখলেই কুশলবিনিময় করে বিলাচ্ছেন নির্বাচনী পোস্টার, হ্যান্ড বিল।

হযরত আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘আমি গরিব খেটে খাওয়া মানুষ, আমার স্ত্রী মানুষের সেবা করার জন্য নির্বাচনে অংশ নিয়েছে। আল্লাহর রহমতে আসমা বিপুল ভোটে বক মার্কা প্রতীকে জয়লাভ করবে ইনশাআল্লাহ।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD