1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৩১ পাঠক

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ সরকার নির্ধারিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ শিবপুরে পালিত হয়। সড়ক ব্যবহারে চালক, পথচারীসহ পরিবহণ সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নিয়ে ক্যাম্পেইনে নেমেছেন জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শিবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

প্রসাশনের উপস্থিতিতে রেলী,সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নিবার্হী অফিসার জিনিয়া জিন্নাত, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন মিয়া, শিবপুর উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঁইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক, সাধারণ সম্পাদক এসএম খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি আবু ছাইদ মোঘল, সহ-সভাপতি আবুল ফায়েজ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আব্বাছ উদ্দিন কবির,সহ সাধারণ সম্পাদক মোঃ কাউছার শাহিন,সড়ক দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক মোঃ কাউছার ভুইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম অনিক, মহিলা বিষয়ক সম্পাদিকা সুরাইয়া সুলতানা,যুব বিষয়ক সম্পাদক মোঃ রাকিব ভুইয়া, সদস্য কাইয়ুম ভুইয়া, হুমায়ূন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, মহসীন,পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রমজান ভুইয়া প্রমুখ।

ইটাখোলা গোলচত্বরে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারণায় সহযোগিতায় ছিলেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি। প্রচারণা সমন্বয় করেন নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি আব্দুল হান্নান মানিক ও সাধারণ সম্পাদক এসএম খোরশেদ আলম

১১টায় নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রমে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহযোগিতায়, নিসচার শিবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ রেলী সমাবেশ লিফলেট বিতরণ এর মাধ্যমে তাঁরা এসময় পথচারীদের নিয়ম মেনে পথ চলতে আহ্বান জানান। যত্রতত্র রাস্তা পার না হওয়ার জন্য পথচারীদের ডেকে এনে জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করেন। হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করতে অনুরোধ জানান, এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের লিফলেট বিতরণ করা হয় ।
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিষয়ক সভা- সেমিনার, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম এবং পরিবহন চালকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ মতবিনিময়সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে শিবপুর উপজেলা শাখা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD