1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রোমাঞ্চ ছাপিয়ে নাটক! অতপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৩রানে জয়

স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২১৪ পাঠক

রোমাঞ্চ ছাপিয়ে নাটক! ততক্ষণে বাংলাদেশের নামের পাশে লেখা হয়ে গেছে ৪ রানের জয়। বাংলাদেশ দলের উদযাপনের পর মাঠে নেমে পড়েছেন দুই দলের খেলোয়াড়রা। সৌজন্য বিনিময়ও শেষ দিকে। মাঠ কর্মীরা গ্রাউন্ডস পরিচর্চার কাজে ব্যস্ত। তখন রিপ্লে দেখে টিভি আম্পায়ার দিলেন নো বলের ডাক। আবার মাঠে দুই দল। শেষ বলে জিম্বাবুয়ের প্রয়োজন এবার ৪ রান। তবে শেষ হাসি বাংলাদেশের।

নাটকীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ বছর পর টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয়।

শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ১৬ রান। বাংলাদেশের বোলিং বিকল্প বলতে আগের ৩ ওভারে ২৬ দেয়া মোসাদ্দেক হোসেন ও ১৯ ওভার অবধি বল না করা সৌম্য সরকার। ক্রিকেটে নবজাগরণ হওয়া জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সামনের মোসাদ্দেককে ঠেলে দিলেন সাকিব। ৫ বলে ১১ দিলেন মোসাদ্দেক। শেষ বলে হলো নাটকীয়তা।

নতুন ব্যাটসম্যান ব্লেসিং মুজারাবানি উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টায় হয়ে যান স্টাম্পড। বাংলাদেশের নামে জয় লেখা হয়। দুই দলই মাঠ ছেড়ে যায়। পরে রিপ্লেতে দেখা যায় স্টাম্পের আগে বল ধরেছেন কিপার নুরুল হাসান সোহান। আম্পায়ারের সিদ্ধান্ত ‘নো’ বল! আবার মাঠে দুই দল। যদিও ফ্রি হিট পেয়ে শেষ বলে ৪ চারের সমীকরণ মেলাতে পারেনি জিম্বাবুয়ে। ডট বল দিয়ে ৩ রানের জয় এনে দেন মোসাদ্দেক।

১৫১ রান তাড়ায় বাংলাদেশি পেসারদের সামনে জিম্বাবুয়ে শুরুতেই পথ হারায়। প্রথম সাফল্য আসে তাসকিনের হাত ধরে। ফেরান ওয়েসলি মাধেভেরেকে। এনিয়ে টানা তিন ম্যাচে নিজের প্রথম ওভারে উইকেট এনে দেন এই ডানহাতি। এবার তার শিকার ওয়েসলি মাধেভেরে। নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন ক্রেইগ আরভিনের উইকেট। ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে।

সেই চাপ আরও বাড়িয়ে দেন মোস্তাফিজ। পাওয়ার প্লের শেষ ওভারে জোড়া আঘাতে ফেরান মিল্টন শুম্বা ও প্রতিপক্ষের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান সিকান্দার রাজাকে। ৩৫ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ে শন উইলিয়ামসন ও রেগিস চাকাভার ব্যাটে ঘুরে দাড়ানোর চেষ্টা করে। ইনিংসের ১২তম ওভারে ফিরে ১৫ রানে থাকা চাকাভাকে আউট করে জুটি ভাঙেন তাসকিন।

তবে পরের জুটিতে জিম্বাবুয়েকে টেনে নেন উইলিয়ামস ও রায়ান বার্ল। যোগ করেন ৫৩ রান। মাঝে ৩৭ বলের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন উইলিয়ামস। সাকিবের নিখুঁত থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন ৬৪ রানে। বার্ল শেষ অবধি ২৭ রানে অপরাজিত থাকলেও নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে নাটকীয় মুহূর্তের সাক্ষী হন। ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা তাসকিন।

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। খাতা খোলার আগেই আউট সৌম্য সরকার। ধীরগতির ব্যাটিংয়ে চাপ বাড়ান নাজমুল হোসেন শান্ত। দ্রুত রান তুলতে গিয়ে পাওয়ার প্লেতে লিটন দাসও প্যাভিলিয়নে। তার ব্যাট থেকে আসে ১৪ রান। ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৩২।

তৃতীয় উইকেট জুটিতে শান্ত-সাকিব ৪৪ বলে ৫৪ রান যোগ করেন। অধিনায়ক সাকিব দলীয় সংগ্রহ বাড়াতে গিয়ে আউট হন ২০ বলে ২৩ রানে। খানিক পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি পান শান্ত। ৪৫ বলে মাইলফলক স্পর্শ করে থামেন ৭১ রানে। ৫৫ বলে ১২৯ স্ট্রাইক রেটে বাউন্ডারি থেকে তোলেন ৩৪ রান।

শেষদিকে আফিফ হোসেনের ১৯ বলে ২৯ রানের ইনিংসের সুবাদে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের পুঁজি বাংলাদেশের। মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহানরা সুবিধা করতে না পারায় শেষ ৪ ওভারে বাংলাদেশ তোলে মাত্র ২৮ রান।

সুপার টুয়েলভ পর্বে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট বাংলাদেশের। জিম্বাবুয়েকে হারানোর পর সেমিফাইনাল স্বপ্ন আরেকটু গাঢ় হয়েছে সাকিবদের। পরবর্তী ম্যাচ ২ নভেম্বর ভারতের বিপক্ষে। সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ ৬ নভেম্বর খেলবে পাকিস্তানের বিপক্ষে। দুটিই হবে অ্যাডিলেডে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD