1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

স্বাস্থ্যে গবেষণা বাড়ানোয় জোর প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৩৭ পাঠক

দেশে স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে গবেষণা খুব কম হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাড়ানোর তাগিদ দিয়েছেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যে গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে খুবই কম গবেষণা হচ্ছে। আমাদের কৃষি গবেষণা চলছে, বিজ্ঞানেও চলছে, কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে গবেষণাটা খুবই সীমিত; খুবই কম। এ খাতে গবেষণা বাড়াতে হবে।’

এ খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘এই সেক্টরে গবেষণাটা খুব দরকার। স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে গবেষণা খুবই সীমিত কয়েকজন করেন। এটা যেন আরও হয়, সে জন্য সবাইকে উদ্যোগী হতে হবে।

‘গবেষণাই আমাদের সাফল্য এনে দিতে পারে। সেটা এখন প্রমাণিত। গবেষণার কারণে আমিষ ও খাদ্য উৎপাদনে আমরা সফল হয়েছি। ধান উৎপাদন নয়, তরিতরকারি, ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ সবকিছু উৎপাদনে আমরা যে সাফল্য পেয়েছি, সবই কিন্তু গবেষণার ফসল। এটা একমাত্র গবেষণার জন্য সম্ভব হয়েছে।’

দেশে আরও বিজ্ঞানী দরকার মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের আরও অনেক বিজ্ঞানী দরকার, আমাদের খুব দক্ষ বিজ্ঞানী দরকার। এদিকে লক্ষ্য রেখেই আমরা গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছি।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের যারা ডাক্তার হন, তাদের কেউ পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান। তারা ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণি আছে, তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। সরকারি চাকরিও করবেন আবার প্রাইভেটে প্র্যাকটিস করবেন। সরকারি চাকরি আর প্রাইভেটে প্র্যাকটিস করে কিন্তু গবেষণা হয় না।’

তিনি বলেন, ‘বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আওয়ামী লীগ সরকার।’

বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছেন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘এখানে থেমে থাকলে হবে না। বাংলাদেশের এই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবে নতুন প্রজন্ম।

‘আমরা কোনোভাবেই পিছিয়ে পড়ব না; কারও কাছে হাত পেতে চলব না। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

দেশের জনসংখ্যা বিবেচনায় শ্রম, শিল্প এবং তথ্য প্রযুক্তিনির্ভর শিল্পের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, ‘প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, এখন নতুন একটি যুগ এসে গেছে; চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে হয়তো আমাদের লোকবল কম লাগবে, কিন্তু টেকনোলজি সেটা আমাদের ব্যবহার করতে হবে; তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। তার জন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার।’

দেশের অধিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের বিষয়টির ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আবার আমরা সম্পূর্ণ সেদিকে (প্রযুক্তি নির্ভর) যেতে চাই না। আমরা শ্রমঘন শিল্প করতে চাই। আমাদের বিশাল জনগোষ্ঠী। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের করতে হবে।

‘কাজেই দুটো মিলে আমরা কীভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি. সেই চিন্তাটা সবার মাথার মধ্যে থাকতে হবে, এটাই আমি চাই।’

যারা ফেলোশিপ পেয়েছেন তাদের আন্তরিকতার সঙ্গে গবেষণার করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি যারা এই ফেলোশিপ বা গবেষণার জন্য সহায়তা পেয়েছেন, আপনারা একটু আন্তরিকতার সঙ্গে গবেষণা করবেন। আমি তো জানতেও চাই কী কী উদ্ভাবন আপনারা করলেন, কতটুকু কাজে লাগবে। আসলে গবেষণার কোনো শেষ নেই।’

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ২১ জনকে এনএসটি ফেলোশিপ ও ১৬ জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD