1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ঈদের ছুটির আগেই বেতন-বোনাস দেয়ার অনুরোধ শ্রম প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ পাঠক

রোজার ঈদের ছুটি শুরুর আগেই শ্রমিকদের উৎসব ভাতা দিতে শিল্প কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। কোনো প্রতিষ্ঠানে মার্চ মাসের বেতন বকেয়া থাকলে তা ঈদের আগেই পরিশোধের অনুরোধ করেছেন তিনি।

রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে বুধবার ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ১৪তম সভায় শিল্প কারখানার মালিকদের প্রতি এই আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী।

মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য মালিকরা ঈদের আগেই বোনাস দেবেন এবং নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্ম দিবসের বেতন পরিশোধ করবেন। দু’একটি কারখানার যদি মার্চ মাসের বেতন বকেয়া থাকে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন।

শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানা ভেদে ঈদের ছুটি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কলকারখানার মালিকদের অনুরোধ জানান শ্রম প্রতিমন্ত্রী।

সভায় শ্রমিক নেতারা ঈদের আগে এপ্রিল মাসের ১০ বা ২০ দিনের বেতন দেয়ার দাবি জানান। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের কোনো সিদ্ধান্ত নেই। যদি কোনো মালিকের সামর্থ্য থাকে এবং ইচ্ছুক হন তবে এই বেতন দিতে পারেন।

শ্রম সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহ সভাপতি মো. নাছির উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, জাতীয় গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি আমিরুল হক আমিন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল সভায় উপস্থিত ছিলেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD