1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে পুলিশের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ পাঠক

নরসিংদীতে ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী মডেল থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সদরের অন্তত ৫ শত বাসিন্দা অংশ নেয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্ত্বে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন,নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ ও নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপন প্রমূখ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে একটি বিশেষ সেল খোলা হবে, যেখানে ফোন করার সাথেই একজন পুলিশ কর্মকর্তা সেবা প্রদানে ২৪ ঘন্টা প্রস্তুত থাকবে। স্কুল কলেজ চলাকালীন সময়ে রাস্তায় কোন আড্ডা দেওয়া যাবেনা। এসময় রাস্তায় কাউকে পেলেই তার স্থান হবে জেল হাজতে।

এসময় তিনি আরোও বলেন, নরসিংদীতে ব্যবসায় সম্প্রসারণে আইনশৃঙ্খলা বাহিনীর অবদান, ব্যবসায়ে পুলিশী হয়রানি, শ্রমিক হয়রানির বিপরীতে পুলিশের ভূমিকা, মামলা সংক্রান্ত জটিলতা, মামলার সফলতা ও মাদকের আধিপত্য ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD