1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, গণতন্ত্র মঞ্চের নেতা আটক

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৬৪ পাঠক

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপিন নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় রোববার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, ওই সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিএনপি নেতা-কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

নগরীর চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে বিএনপির গণতন্ত্র মঞ্চের নারায়ণগঞ্জের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। ওই সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আহত হন তাদের দলের এক নেতা। পরে পুলিশ মিছিল থেকে জেএসডির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোতালেব মাস্টারকে আটক করে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান বলেন, ‘প্রায় আধঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশে ওপর হামলা চালালে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এসব এলাকায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দাবি করেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়ে নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
তিনি বলেন, ‘পুলিশ নেতা-কর্মীদের পিটিয়ে আহত করেছে। পুলিশ সরকারের নির্দেশে বিএনপির নেতাদের হয়রানি করছে।’

পুলিশের ভাষ্য, এর আগে শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের আধুরিয়ার সড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া কাঁচপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD