1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সরে যাওয়ার ঘোষণা দিয়ে ফের ভোটে হিরো আলম

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ পাঠক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও আবারও নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন নির্বাচনে থাকব। তিন দফা নির্বাচন করেছি, তখনও আমাকে মারধর করা হয়েছে। এবারও হামলা হবে, মারধর হবে।’

হিরো আলম তার বক্তব্যে বলেন, ‘আমি প্রার্থিতা উইথড্র করব বলেছিলাম, কেন উইথড্র করতে চাইছি? এই যে পাতানো নির্বাচন। সারা দেশের লোকজন বলছে কেউ নির্বাচনে আসছে না, কেন আসছে না? যারা পাতানো নির্বাচন করছে, তারা সুবিধাভোগী আসনগুলো ভাগ করে নিয়ে নির্বাচন করছে। এভাবে নির্বাচন করে কোনো লাভ নেই। ‘তাই আজকে বলেছিলাম, আমি আর নির্বাচন করব না, কারণ এই নির্বাচন করে আমি মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি।’

তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আজকে প্রার্থিতা প্রত্যাহার করব। এখন আমি বলছি, আমার প্রার্থীতা প্রত্যাহার করব না।

‘আপনারা নিশ্চয়ই বলবেন কেন করব না? আপনারাই হিরো আলমকে হিরো বানিয়েছেন এবং আপনারাই আবার হিরো আলমকে জিরো বানিয়ে দেন। আপনারাই বলেছেন, হিরো আলম টাকা খেয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে, মার খাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে। কিন্তু আমি এর আগেও নির্বাচন করেছি।’

এর আগে বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘নির্বাচনের মাঠ থেকে সরে যাচ্ছেন হিরো আলম। ১৭ ডিসেম্বর প্রার্থী উইথড্র করবেন তিনি।’

গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করায় হিরো আলমের প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এর পর ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পান।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD