1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে নারী উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৬৪৫ পাঠক

নরসিংদীর মাধবদীতে নারী উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর শহরে অবস্থিত ফ্যামিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ মিলন মেলায় অংশ নেন ২৭ জন নারী উদ্যোক্তা। এদিন নারী উদ্যোক্তাদের মিলন মেলার উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক।

মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী নারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পণ্য বেচা-কেনা করেন। মূলত, তারাই এই মেলায় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। আর উদ্যোক্তাদের উৎসাহিত ও উজ্জীবিত করে তোলেন মেলার আয়োজকরা। ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তুলেছে।

উদ্যোক্তারা মনে করেন, ‘এই ধরনের আয়োজন নারীদের পথকে আরো সহজ ও প্রসারিত করবে। এতে পরিবারের আয়ের উৎস স্বামীর পাশাপাশি স্ত্রীর ভূমিকা থাকবে।’

নারী উদ্যোক্তা তমা রায় বলেন, ‘পেশায় শিক্ষক ছিলেন তিনি। করোনাকালীন সংকটের পরে চাকরি ছেড়ে দেন। পরে ঘরে বসে খাবার পণ্য বিক্রি শুরু করেন। এখন একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা। নিয়েছেন আন্তর্জাতিক মানের খাবার তৈরির প্রশিক্ষণ। এখন অনলাইনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন তিনি।’

মেলা আয়োজকদের সদস্য ও আন্তর্জাতিক নারী উদ্যোক্তা ফারজানা তাবাসসুম শাম্মী বলেন, ‘নারীরা যেন দেশ ও দেশের বাইরে তাদের পণ্য তুলে ধরতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে। আমি চাই, মাধবদীর নারীরা নিজের নামেই পরিচিত হোক। আজ মেলার আয়োজন করার মূললক্ষ্য হলো সব নারীদের একত্রিত করা। আর একটা মেলবন্ধন তৈরি করা। আমরা নারীরা পিছিয়ে থাকতে চাই না। আমরাও পাড়ি উদ্যোক্তা মেলায় এটা প্রমাণ করে।’

মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান বলেন, ‘যখনই জানলাম নারীরা একটা মেলা দিবে, তখনই আমি এই আয়োজনের সার্বিক সহযোগিতা করি।’

তিনি আরো বলেন, ‘নারীরা পর্দার ভিতরে থেকেও উদ্যোক্তা হতে পারেন। আজ কিন্তু নারীরা পিছিয়ে নেই, আমি মনে করি, মাধবদীতে নারীরা যে এগিয়ে যাচ্ছে, আজকের এই মিলন মেলায় সেটি দৃশ্যমান। এছাড়া মাসে দুইদিন নারী উদ্যোক্তাদের মেলার আয়োজন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD