1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রোড ডাকাত ফ্রান্সকে ৫ লক্ষ টাকাসহ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ২৩২ পাঠক

স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
বুধবার ২১ আগস্ট ২০১৯:
নরসিংদীর চিহ্নিত রোড ডাকাত ফ্রান্সকে ডাকাতির ৫ লক্ষ টাকা সহ গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
গত (২০ আগস্ট) মঙ্গলবার রাতে রায়পুরা থানার পুলিশ পরিদর্শক মোজাফফর হোসেন (অপারেশন) এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবদী থানার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাকিবুল হাসান ফ্রান্স(৩৩) পাঁচদোনা এলাকার মৃত লোকমান মিয়ার ছেলে।
রায়পুরার মাহমুদাবাদ নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যানে ডাকাতির মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক মোজাফফর হোসেন জানান, গত ১১ জুন ঢাকা-সিলেট মহাসড়কে মাহমুদাবাদ ঝাড়তলায় ব্রাহ্মনবাড়ীয়া গামী একটি পিকআপ ভ্যানকে সাদা রংয়ের প্রাইভেট কার দিয়ে পথরোধ করে ডাকাত ইকবাল, দুলাল মিয়া, সানি, রকিবুল হাসান@ ফ্রান্স সহ আরো ০২ জন। এরপর তারা হকিস্টিক ও চাপাতী দিয়া এলোপাথারী মারপিট করিয়া আহত করে ব্রাহ্মণবাড়ীয়া সুহিলপুর এলাকার রমজান মিয়ার নিকট হতে ব্যাটারী বিক্রির ৭ লক্ষ ১৮ হাজার ৫শত টাকা ডাকাতি করে। ক্ষতিগ্রস্ত রমজান মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত ইকবালকে গ্রেফতার করা হয়। সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। দীর্ঘ দিন গোয়েন্দা তৎপড়তা চালিয়ে পাঁচদোনায় একটি ভাড়া বাসা হইতে ফ্রান্সকে গ্রেফতার করা হয় ও তার হেফাজত হতে ডাকাতির ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকিবুল হাসান ওরফে ফ্রান্স ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD