1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে বালুসাইর গ্রামে বিনামূল্যে সেনাবাহিনীর চক্ষু শিবির

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৪০৭ পাঠক
bty

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ৫ জানুয়ারী ২০২০: নরসিংদীতে বিনামূল্যে সেনাবাহিনীর চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) নরসিংদীর বালুসাইর গ্রামে সকাল নয়টা থেকে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বালুসাইর ও এর আশপাশের এলাকার দুঃস্থ ও অসহায় চক্ষু রোগীদের মাঝে দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তার কর্তৃক ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেছেন সেনাবাহিনী।

মাধবদীতে বালুসাইর গ্রামে বিনামূল্যে সেনাবাহিনীর চক্ষু শিবির

কুমিল্লা সেনানিবাসের ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু শিবির পরিদর্শনে আসেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের এসিস্ট্যান্ট ডিরেক্টর অব মেডিক্যাল সার্ভিস (এডি এম এস) কর্ণেল আবু হেনা মোস্তাফিজুর রহমান,এমপিএইচ,এমফিল।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১ হাজার দুঃস্থ ও অসহায় চক্ষু রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঐষধ বিতরণ করা হয়। এ ছাড়া আগামী ৬ জানুয়ারি দন্ত চিকিৎসা,৮,১০ ও ১২ জানুয়ারি একই স্থানে সকল সাধারণ রোগের পাশাপাশি শিশু স্বাস্থ্য সেবা মহিলা বিষয়ক স্বাস্থ্য সেবার ব্যবস্থাপত্রসহ চিকিৎসা ও বিনামূল্যে ঐষধ বিতরণ করা হবে বলে ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। চিকিৎসা সেবা গ্রহণকারী ও এলাকাবাসীর পক্ষ থেকে এই চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে ও এধরনের জনহিতৈষী কার্যক্রম অব্যাহত রাখতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD