1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সিরিয়ায় সরকারি বাহিনী-আইএস সংঘর্ষে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক । নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭০ পাঠক

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে সরকারপন্থী বিভিন্ন বাহিনী ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ এবং বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাতে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এমন খবর দিয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, সোমবার থেকে আইএস রাকার বদিয়ায় সিরিয়ান সৈন্য এবং মিত্রদের অবস্থান ও তল্লাশিচৌকি লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় সরকারি বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটির প্রধান রামি আবদেল রাহমান বলেন, পরবর্তীতে সেখানে সরকারি বাহিনীর পাল্টা বিমান ও স্থল হামলায় ১৫ জিহাদি নিহত হয়েছে।

২০১৯ সালের মার্চে পরাজিত হওয়ার পর থেকে আইএস যোদ্ধা ও কুর্দি বাহিনী লক্ষ্য করে প্রায়ই ভয়াবহ হামলা চালায়। গত আগস্টে জিহাদিরা দিয়ার ইজোর নগরীর কাছে এক হামলা চালানোর দাবি করে। সেখানে ওই হামলায় এক জেনারেল এবং দামেস্ক সরকারের মিত্র রুশ সেনাবাহিনীর অপর দুই সৈন্য নিহত হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD