1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বিশ্বকাপে কোহলিকে দলে নিতে চান মাশরাফি!

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ২০৭ পাঠক

স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২৪ মে ২০১৯:
১০ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপ। প্রতিটি দলটি প্রত্যেকের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। সেই হিসাবে প্রতিটি দলকেই খেলতে হবে অন্তত ৯টি ম্যাচ। কিন্তু যদি সুযোগ থাকতো, প্রতিপক্ষ যেকোনও দলের যে কোনও একজন খেলোয়াড়কে নিজের একাদশে নেয়ার তাহলে মাশরাফি কোন দলের কাকে বেছে নিতেন?

বৃহস্পতিবার লন্ডনে আইসিসি আয়োজিত ‘মিট দ্য ক্যাপ্টেন’ অনুষ্ঠানে দশ দেশের ক্যাপ্টেনদের উদ্দেশ্যে এক এক করে একটিই প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিল। আর সেটি হচ্ছে- সুযোগ থাকলে অন্য দলের কোন একজনকে বেছে নিতেন তারা।

স্বাগতিক অধিনায়ক ইয়ুন মরগান অবশ্য শুরুতেই বলেন- ‘কাউকে নয়, নিজ দলের প্রতিই পূর্ণ আস্থা রাখবো।’

ভারত অধিনায়ক কোহলি সুযোগ পেলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে দলে টানার কথা বললেন।

এর পর পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব ঘুরে প্রশ্ন এসে পড়লো মাশরাফির কাছে।

খানিটা দূরে বসে থাকা কোহলির দিকে হাত উঁচিয়ে মাশরাফি উত্তরে বললেন- ‘দিস ম্যান, কোহলি, আমি তাকে নেবো।’

ওটা তো গেল মজা করার একটা মহড়া। কিন্তু পরক্ষণেই সিরিয়াস মাশরাফি বলেন, ‘বিশ্বকাপে যেকোনও প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস আমরা রাখি। তবে মূল বিষয়টা হল শুরুটা ভালো করতে হবে। মানসিকতাকে দৃঢ় রাখতে হবে।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD