স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯:
প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই টাইগার পেসার।
ওয়ানডে ক্রিকেটে ২০১৮ সালটা দারুণ কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ১৮ ম্যাচে মাত্র ৪.২০ ইকোনমি এবং ২১.৭২ গড়ে শিকার করেছিলেন ২৯টি উইকেট।
এই একাদশ অধিনায়ক হিসেবে রয়েছেন বিরাট কোহলি। সবচেয়ে বেশি ৪ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ইংল্যান্ড থেকে। ভারতীয় ক্রিকেটারও রয়েছেন ঠিক ৪ জনই। এছাড়া বাকি তিনজনের একজন হলেন বাংলাদেশের মোস্তাফিজ, অন্য দুইজন নিউজিল্যান্ডের রস টেলর এবং আফগানিস্তানের রশিদ খান।
একইসঙ্গে বর্ষসেরা টেস্ট একাদশও ঘোষণা করেছে আইসিসি। ২০১৮ সালের সেরা টেস্ট দলের নেতৃত্বেও রয়েছেন কোহলিই। তবে এই দলে নেই বাংলাদেশের কোনো খেলোয়াড়। সবচেয়ে ৩ জন করে রয়েছেন ভারত ও নিউজিল্যান্ড থেকে। এছাড়া শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ, অস্ট্রেলিয়া ও পাকিস্তান থেকে রয়েছেন একজন করে খেলোয়াড়।
বর্ষসেরা ওয়ানডে একাদশ (ব্যাটিং ক্রম অনুসারে)
১. রোহিত শর্মা (ভারত)
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
৩. বিরাট কোহলি (অধিনায়ক-ভারত)
৪. জো রুট (ইংল্যান্ড)
৫. রস টেলর (নিউজিল্যান্ড)
৬. জশ বাটলার (উইকেটরক্ষক-ইংল্যান্ড)
৭. বেন স্টোকস (ইংল্যান্ড)
৮. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
৯. রশিদ খান (আফগানিস্তান)
১০. কুলদ্বীপ যাদভ (ভারত)
১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)
বর্ষসেরা টেস্ট একাদশ (ব্যাটিং ক্রম অনুসারে)
১. টম লাথাম (নিউজিল্যান্ড)
২. দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
৪. বিরাট কোহলি (অধিনায়ক-ভারত)
৫. হেনরি নিকলস (নিউজিল্যান্ড)
৬. রিশাভ পান্ত (উইকেটরক্ষক-ভারত)
৭. জেসন হোল্ডার (উইন্ডিজ)
৮. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
৯. নাথান লিয়ন (অস্ট্রেলিয়া)
১০. জাসপ্রিত বুমরাহ (ভারত)
১১. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)