1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

টাইগারদের পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত কাল: পাপন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ১৯৪ পাঠক

স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ৮ জানুয়ারি ২০১৯ :
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দীর্ঘ আলোচনার পরও আজ কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সবই ঠিক ছিলো, বিপিএলের ফাইনালের পরের দিনই পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু দুই বোর্ডের দুই মেরুতে অনড় অবস্থানের কারণে অনিশ্চয়তায় পড়ে যায় বাংলাদেশের পাকিস্তান সফর। বিসিবির চাওয়া শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান ছাড়বে টাইগাররা। টেস্ট খেলা হবে নিরপেক্ষ কোন ভেন্যুতে। এমন প্রস্তাবকে উড়িয়ে দিয়ে সিরিজটি অনিশ্চয়তায় ফেলেছে পাকিস্তান। তাদের চাওয়া টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট সিরিজ খেলতে হবে বাংলাদেশকে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের ম্যাচ চলার সময় প্রেসবক্সে চাউর হয়ে গেল খবর, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ডে আসছেন এবং ক্রিকেটারদের পাশাপাশি বোর্ড পরিচালকদের সঙ্গে বসে পাকিস্তান সফর নিয়ে কথা বলবেন। পরে বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক-অনির্ধারিত বৈঠকে বসেছিলেন বিসিবি প্রধান। সেখানে বিসিবির সিনিয়র পরিচালকদের বড় অংশই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজ রাতে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে দ্রুততম সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট তাদের মাটিতে খেলে আসতে। বাংলাদেশ যে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছিল আপতত সেটা তারা চাচ্ছে না। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেকোনো সুবিধাজনক সময়ে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসার আমন্ত্রণ জানিয়েছে।

তবে পাকিস্তানের এই প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশটি সফর করবে কি করবে না সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নিবে বিসিবি। বৈঠকে শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা আজ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। মুশফিক পুরোপুরি ‘না’ করে দিয়েছেন। হেড কোচ রাসেল ডোমিঙ্গো ছাড়া বেশিরভাগ কোচিং স্টাফ ‘না’ বলেছেন। আর হেড কোচ শুধু টি-টোয়েন্টি সিরিজে যেতে রাজি।

বিসিবি সভাপতি আরো বলেন, পাকিস্তান আজ নতুন প্রস্তাব দিয়েছে। আপাতত টেস্ট সিরিজে খেলতে পাকিস্তান সফরে যেতে বলেছে। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো এক সময়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে নেওয়ার কথা বলেছে। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আগামীকাল সফরের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবো।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD